মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রকৃত মৎস্যজীবীরা যেখানে আছেন, সেখানেই থাকবেন। জলমহালের প্রকৃত অধিকার মৎস্যজীবীদের- এটা আর কারো হতে পারে না।
তিনি বলেন, যথাযথভাবে পুকুর খনন করে তাতে মাছের পোনা ছাড়া গেলে শুধু নিজেদের চাহিদা পূরণ নবয় রং দেশের অন্যান্য এলাকাতেও মাছের চাহিদা মেটানো সম্ভব।
রোববার (৬ জুলাই) সিরাজগঞ্জের নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মৎস্য উপদেষ্টা বলেন, মানুষের জীবন ও জীবিকা রক্ষায় এধরনের প্রকল্প অত্যন্ত জরুরি। প্রকল্পের সফলতা নির্ভর করে প্রকৃতপক্ষে কতজন মানুষ এর সুফল পেয়েছেন তার ওপর। এই প্রকল্পকে দীর্ঘ মেয়াদি করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।
তিনি বলেন, প্রকল্প থাকুক কিংবা না থাকুক, মৎস্যজীবীরাই জলমহালের সবচেয়ে কাছের মানুষ। যেকোনো জলমহালের প্রথম অধিকার থাকা উচিত সেই এলাকার সবচেয়ে নিকটে থাকা প্রকৃত মৎস্যজীবীদের-এ অধিকার আর কারো নয়।
এসএন