নতুন মাইলফলকে হামজা চৌধুরী

বাংলাদেশ ফুটবলের আবহ-ই বদলে দিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। ইংল্যান্ড বংশোদ্ভুত এই মিডফিল্ডার বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর আগমুহূর্ত থেকেই দেশের ফুটবলে নতুন উন্মাদনার সৃষ্টি হয়। ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়ার পর সেই মাত্রা আরও ছাড়িয়ে যায়। মাঠের পারফরম্যান্সে দর্শকদের বুঁদ করে রাখা হামজার জনপ্রিয়তা সামাজিক মাধ্যমেও ব্যাপক বেড়েছে।

ফেসবুকের পর এবার ইনস্টাগ্রামেও দেশের প্রথম ফুটবলার হিসেবে এই তারকার অনুসারী সংখ্যা ১ মিলিয়ন বা ১০ লাখ ছাড়িয়েছে। সেটি তিনি আবার জানিয়েছেন নিজের ফেসবুক পেজে। এক পোস্টে লিখেছেন, ‘ইনস্টাগ্রামে ১ মিলিয়ন অনুসারী হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।’



এর আগে বাংলাদেশের হয়ে খেলা শুরুর এক মাসও পূর্ণ হওয়ার আগেই ফেসবুকে হামজার অনুসারী ১ মিলিয়ন ছাড়িয়েছিল। লাল-সবুজের প্রতিনিধিত্ব করার টান থেকেই এসেছিলেন বাংলাদেশে। এরপর সরাসরি দর্শকদের ভালোবাসা ও উন্মাদনা তো দেখেছেনই। তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমেও। ফেসবুকের প্রথম ১০ লাখ অনুসারীর মাইলফলক পূর্ণ করে একইভাবে কৃতজ্ঞতা জানিয়েছিলেন হামজা।

গত ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন হামজা। শিলংয়ে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই মাঠজুড়ে তার দাপুটে পারফরম্যান্স ছিল। এরপর গত ৪ জুন ভুটানের বিপক্ষে ঘরের মাঠের অভিষেকেই গোল করে দর্শকদের বাহবা কুড়ান ইংলিশ লিগে খেলা এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত বাংলাদেশ সেদিন ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

দিনকয়েক পরই ছিল হ্যাভিয়ের ক্যাবরেরা শিষ্যদের বড় পরীক্ষা। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে দর্শকদের তুমুল উন্মাদনা ছিল। কাড়াকাড়ি ছিল টিকিট নিয়ে। যদিও সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে যায় স্বাগতিক বাংলাদেশ। হামজা চৌধুরী ও সামিত সোমদের মতো প্রবাসী হেভিওয়েট ফুটবলারদের কারণে দেশের ফুটবলে নতুন করে জোয়ার উঠেছে। যার রেশ দেখা গেছে সেই ম্যাচে। কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
চ্যাম্পিয়ন্স লিগ ড্র: লিগপর্বেই মুখোমুখি রিয়াল, পিএসজি ও বার্সা Aug 29, 2025
img

গাজীপুরে লাইনচ্যুত কোচ উদ্ধার

তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক Aug 29, 2025
img
জাসদ সভাপতির ভাইকে ‘সমাদর’, থানার তিন কর্মকর্তা বদলি Aug 29, 2025
img
ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলেন ফেডারেল রিজার্ভ গভর্নর Aug 29, 2025
img
শিবির ট্যাগ দিয়ে বিতর্কে, দুঃখ প্রকাশ করলেন ডাকসু এজিএস প্রার্থী মায়েদ Aug 29, 2025
img
দেশবাসীর কাছে দোয়া চাইলেন বেগম খালেদা জিয়া Aug 29, 2025
img
৫৬৪ কেজি পাঠ্যবই বিক্রি, প্রধান শিক্ষক ও ব্যবসায়ী গ্রেপ্তার Aug 29, 2025
img

দাবি ফ্যাক্টচেকার কদরুদ্দিন শিশিরের

শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবিটি আসল, পুলিশের দাবি মিথ্যা Aug 29, 2025
img
স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া Aug 29, 2025
img
লিবিয়ার ডিটেনশন থেকে দেশে ফিরছে ১৬১ বাংলাদেশি Aug 29, 2025
img
বাণিজ্য শুল্ক ঘিরে ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র Aug 29, 2025
img
মৌলিক সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার Aug 28, 2025
img
লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা Aug 28, 2025
img
স্বর্ণজয়ী ফাতেমা মুজিব ছাড়াই শুরু হচ্ছে ফেন্সিং চ্যাম্পিয়নশিপ Aug 28, 2025
কালো-সোনালি পোশাকে জয়া, ঝলকে উঠল সৌন্দর্য! Aug 28, 2025
সুরা ফাতেহা নতুনভাবে আবিষ্কার Aug 28, 2025
img
জাতীয় দলের প্রস্তুতিতে যোগ দিতে আরব আমিরাতে রশিদ Aug 28, 2025
img

জিল্লুর রহমান

সম্পর্ক পুনর্গঠন চাইলে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতেই হবে Aug 28, 2025
img
যুদ্ধজাহাজ ডুবিয়ে দিলো রাশিয়া Aug 28, 2025
img
মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে কেউ পার পাবে না : প্রিন্স Aug 28, 2025