বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদ নিয়ে কয়েকদিন ধরেই নানা গুঞ্জন ছড়াচ্ছিল। যদিও তারা প্রকাশ্যে কেউ কোনো কথা বলেননি। এবার একসঙ্গে মন্দিরে উপস্থিত হয়ে সেই সব খবর উড়িয়ে দিলেন এই দম্পতি।
সংবাদমাধ্যমের সামনে সুনীতা স্পষ্ট জানিয়ে দিলেন, তাকে স্বামীর থেকে আলাদা করার ক্ষমতা কারও নেই। সেই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সুনীতা বলেন, “সাহস থাকলে কেউ আমাদের আলাদা করে দেখাক! আমার স্বামী শুধুই আমার। গোবিন্দও শুধু আমার।”
দাম্পত্য জীবনে ৩৭ বছরের পার করছেন গোবিন্দ-সুনীতা। কিছুদিন আগে শোনা গিয়েছিল, সুনীতা নাকি গত ডিসেম্বরেই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এবং অভিনেতার বিরুদ্ধে প্রতারণা ও পারিবারিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।
তবে বুধবার সুনীতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ সবার গালে চড় পড়েছে আমাদের একসঙ্গে দেখে। যদি আমাদের মধ্যে কোনো সমস্যা থাকত, আমরা কি এভাবে একসঙ্গে প্রকাশ্যে আসতাম?”
স্ত্রী সুনীতা ও মেয়ে টিনা আহুজার সঙ্গে গোবিন্দ।
সুনীতির কথায়, “আমাদের কেউ আলাদা করতে পারবে না। ভগবান নেমে এলেও না। এমনকি শয়তানের পক্ষেও সেটা সম্ভব নয়। যতক্ষণ না আমি নিজে কিছু বলছি, ততক্ষণ এসব গুঞ্জনকে বিশ্বাস করবেন না।”
গোবিন্দ-সুনীতার মেয়ে টিনা আহুজাও সম্প্রতি একই প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “এসব খবর একেবারেই গুজব। আমি এসব গুঞ্জনে কান দিই না। এমন পরিবারে থাকতে পারা আমার সৌভাগ্যের ব্যাপার। বিচ্ছেদের খবর শুনে যাঁরা উদ্বিগ্ন হয়েছেন, তাদের ধন্যবাদ জানাই।”
সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার অনলাইন।
এসএস/টিকে