বিসিবির আলোচনা বৈঠকে তামিম-ফারুকের উত্তপ্ত বাক্যবিনিময়

খেলাধুলা
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৬ ১৮:৪৪:১৬
ছবি: সংগৃহীত
গতকাল মিরপুরে তীব্র গরমে বিসিবি চত্বরের রাস্তার পিচ পর্যন্ত গলে জুতায় লেগে যাচ্ছিল। মাঠের বাইরের এই উত্তাপের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটাঙ্গনেও চলছিল ভিন্ন রকম উত্তেজনা। কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ক্ষুব্ধ তামিম ইকবাল বিসিবি কার্যালয়ে উপস্থিত হন, সঙ্গে ছিলেন আরও কয়েকজন ক্রিকেটার। তারা বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে এক আলোচনায়।

সেখানে হাজির হয়েছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম, আম্পায়ার্স ও মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু। বৈঠক চলাকালীন তামিমের সঙ্গে বিসিবি সভাপতি ফারুকের উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র।

ডিপিএলের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তামিম। এরপরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। বর্তমানে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। দেশসেরা ওপেনার সুস্থ হওয়ার পরে প্রথম বার গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, এমন খবরে গণমাধ্যমকর্মীরা হুমড়ি খেয়ে পড়েছিলেন বিসিবিতে। সকাল থেকে রোদের উত্তাপ উপেক্ষা করে শুরু হয় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। তামিমের আমন্ত্রণে ছুটে এসেছিলেন বিসিবি কর্তারাও।

দুপুরের পরে শুরু হয় তাদের বৈঠক। দেয়ালের ওপাশে কী কথা হচ্ছে কিংবা কী কী চলছে, সেটি অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীরা কেবল কল্পনার চেষ্টা করেছেন। এর বেশি কোনো কিছু জানার সুযোগ ছিল না। সন্ধ্যা ৬টার সময়ে বৈঠক শেষ করে তামিম গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। তবে কোনো কথা না বলেই বিসিবি প্রাঙ্গণ ত্যাগ করেন ফারুক আহমেদ।

এরপরে খোঁজ নিয়ে জানা যায়, বৈঠক চলাকালীন বিসিবি সভাপতির সঙ্গে তামিমের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। একপর্যায়ে তামিমকে শান্ত করতে ফারুক বলেন, 'তামিম কোয়ায়েট (শান্ত হও)।' তামিম উলটো বলেন, 'ইউ কোয়ায়েট (আপনি শান্ত থাকুন)।' নাম প্রকাশ না করার শর্তে বিসিবির সূত্র বলেন, 'সিদ্ধান্তে আসা নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিল। এর বাইরে আর কিছুই না। খুবই ভালোভাবে বৈঠক শেষ হয়েছে।'

এর আগে একাদশ বিপিএল চলাকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সচিব মাহফুজুল আলমের কথা কাটাকাটির অভিযোগ উঠেছিল। পরে অবশ্য এটি নিয়ে কোনো পক্ষ থেকে কোনো কথা শোনা যায়নি। ঘটনার পর ঘটনায় সেটি চাপা পড়েছিল। গতকাল তামিমের সঙ্গে ফারুকের কথা কাটাকাটির পরে সেই বিষয়টি আবারও সামনে এসেছে।

আরএ/এসএন

সর্বশেষ


খেলাধুলা এর আরও সংবাদ

তাইজুলের ফাইফারে স্বস্তিতে বাংলাদেশ

মোহামেডানকে হারিয়ে শিরোপা জিততে চায় আবাহনী

বাবরকে আউট করে আমিরের তীব্র উল্লাস

আগুয়েরোকে ছাড়িয়ে, ইপিএলে ইতিহাস গড়লেন সালাহ

৪ বলের ব্যবধানে নাঈমের ২ উইকেট, লড়াইয়ে ফিরল বাংলাদেশ

সাফ ক্যাম্প স্থগিত, এশিয়ানে যাচ্ছেন দ্রুততম মানবী শিরিন

তৃতীয় উইকেটে রেকর্ড জুটি গড়ে চা বিরতিতে জিম্বাবুয়ে

বুমরাহকে ঘিরে রবি শাস্ত্রীর দুটি গুরুত্বপূর্ণ পরামর্শ

নাসির-তামিমার মামলায় বিব্রত আদালত, অবশেষে বদলি

পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার ভারতের

লাঞ্চের আগে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

আর্জেন্টিনার আগুয়েরোকে সরিয়ে রেকর্ডবুকের শীর্ষে সালাহ

ডেভিড বুনের বিদায়ী ম্যাচে সম্মাননা জানাল বিসিবি

প্রিমিয়ার লিগে এমন চ্যাম্পিয়ন আগে দেখেনি কেউই

আইপিএল ইতিহাসে ব্যাঙ্গালুরুর অনন্য রেকর্ড

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us