পঙ্গু হাসপাতালে ২৪৪ চিকিৎসকের পদই খালি

জাতীয়
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৭ ২২:৩৬:৪৩
ছবি: সংগৃহীত
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে ২৪৪ চিকিৎসকের পদ ফাঁকা পড়ে আছে। ৬৩৪টি অনুমোদিত চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে মাত্র ৩৯০ জন চিকিৎসক কর্মরত। অন্যান্য জনবলেও বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। সীমিত জনবল ও নানা অনিয়মে মিলছে না চিকিৎসা সেবা।

রোববার (২৭ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক রাশেদের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে এমন তথ্য-উপাত্ত মিলেছে।

দুদক জানায়, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা প্রদানে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগে আজ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে টিম ছদ্মবেশে উপস্থিত থেকে সাধারণ রোগী ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগের বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে।

প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, হাসপাতালের মোট আটটি এক্সরে মেশিনের মধ্যে তিনটি সচল রয়েছে এবং পাঁচটি মেশিন দীর্ঘদিন যাবত অচল। এ ছাড়া হাসপাতালের দুটি সিটি স্ক্যান মেশিনও অকেজো অবস্থায় রয়েছে। কয়েকমাস ধরে এক্সরে ফিল্মের সংকটও বিদ্যমান রয়েছে।

টিম জানতে পারে, হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পত্র প্রেরণ করলেও এখন পর্যন্ত সমস্যার কার্যকর সমাধান পাওয়া যায়নি। হাসপাতালের ৬৩৪টি অনুমোদিত চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে মাত্র ৩৯০ জন চিকিৎসক কর্মরত রয়েছেন, ফলে চিকিৎসাসেবা প্রদান ব্যাহত হচ্ছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র ও প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা শেষে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।

দুদকে দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, পঙ্গু হাসপাতালে ৫০০ টাকার ব্লাড ৫/৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয়। এ ছাড়া বিভিন্ন পরীক্ষা, স্ট্রেচারে আনা-নেওয়া ও বিভিন্ন সেবাকে কেন্দ্র করে অসহায় রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। তাছাড়া এক হাজার শয্যার হাসপাতালটিতে রোগী ভর্তির পরিমাণ ধারণের চেয়েও বেশি। এ সুযোগে বিভিন্ন পরীক্ষা, স্ট্রেচারে আনা-নেওয়া ও বিভিন্ন সেবাকে কেন্দ্র করে অসহায় রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু কর্মচারী।

এফপি/টিএ

সর্বশেষ


জাতীয় এর আরও সংবাদ

আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার : প্রধান উপদেষ্টা

বিয়ে করছি, তো সমস্যা কি: ইলিয়াস হোসেন

ট্রাইব্যুনালে হাজির মামুন-জিয়াউলসহ ১৩ জন

জাতীয় সনদ তৈরিতে সবার চেষ্টা অব্যাহত রাখতে হবে : আলী রীয়াজ

রোহিঙ্গাদের জন্য সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে সড়ক অবরোধ, দূরপাল্লার যানবাহন বন্ধ

‘বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান’

ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

সাভারে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১

হজযাত্রীদের ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন আজ

দেশের সীমায় শক্তিশালী বৃষ্টি বলয়, ৬০-৭০% এলাকায় বৃষ্টির সম্ভাবনা

দূষণে শীর্ষে লাহোর, ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির পক্ষে-বিপক্ষে মিছিল

রাজধানীর যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না কাল

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us