ফারুক আহমেদের সম্মানহানি করতে অপপ্রচার চালানো হয়েছে, বিসিবির অভিযোগ

খেলাধুলা
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৬ ১৮:১০:৫৬
ছবি: সংগৃহীত
ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ-এমন খবরের পর উত্তপ্ত দেশের ক্রিকেটাঙ্গন।

শনিবার দুপুরে আলোচিত সেই অভিযোগের ব্যাখ্যা দিয়েছে বিসিবি। ১২০ কোটি নয়, ২৩৮ কোটি টাকা অন্য ব্যাংকে স্থানান্তর নিয়ে এক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি বলেছে, ‘জাতীয় গণমাধ্যমের একটি অংশে বোর্ডের আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত কিছু প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরে এসেছে। বিসিবির মতে এসব প্রতিবেদন ভুল তথ্যভিত্তিক এবং বোর্ড ও এর সভাপতি জনাব ফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে।’

বিবৃতিতে এফডিআরের টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিয়ে বিসিবি বলেছে, ‘গত ২০২৪ সালের আগস্টে বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণের পর জনাব ফারুক আহমেদ বিগত বছরগুলোর আর্থিক অনিয়মের অভিযোগ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণআন্দোলনের পর দেশের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বোর্ডের আর্থিক স্বার্থ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেন।’

বিবৃতিটির বিস্তারিত উল্লেখ করা হলো, ‘এই উদ্যোগের অংশ হিসেবে বিসিবি তার ব্যাংকিং সম্পর্কগুলোর পুনর্মূল্যায়ন করে এবং কৌশলগতভাবে সিদ্ধান্ত নেয় যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত 'গ্রীন' ও 'ইয়েলো' জোনভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেই বোর্ড আর্থিক লেনদেনে জড়িত থাকবে। নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিসিবি ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন করে এবং এর মধ্যে ২৩৮ কোটি টাকা গ্রীন ও ইয়েলো জোনভুক্ত ব্যাংকগুলোতে পুনঃবিনিয়োগ করে। অবশিষ্ট ১২ কোটি টাকা বিসিবির বিবিধ পরিচালনা ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত একাউন্টে স্থানান্তর করা হয়।’

‘প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে, বোর্ড সভাপতি কোন একক সিদ্ধান্তবলে বোর্ড এর পরিচালনা পর্ষদের অজ্ঞাতে ব্যাঙ্ক পরিবর্তনের অথবা লেনদেন সংক্রান্ত নির্দেশ প্রদান করেন না। পার্টনার ব্যাংকগুলোর সঙ্গে বিসিবির আর্থিক বিষয়ক লেনদেনে স্বাক্ষরপ্রদানকারী হিসাবে দুজন বোর্ড পরিচালক আছেন, বোর্ডের ফিনান্স কমিটি চেয়ারম্যান জনাব ফাহিম সিনহা ও টেন্ডার ও পারচেজ কমিটি চেয়ারম্যান জনাব মাহবুবুল আনাম। বিসিবি সভাপতি এসংক্রান্ত বিষয়ে স্বাক্ষরদাতা নন।’

‘বিসিবি অবগত যে, কিছু সুবিধাভোগী মহল এবং ষড়যন্ত্রকারী গোষ্ঠী, যারা ক্রিকেট প্রশাসনের ভিতরেও সক্রিয়, বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। বিসিবির আর্থিক নিরাপত্তা আরও জোরদার করার এটিও অন্যতম কারণ। সেপ্টেম্বর ২০২৪ থেকে এখন পর্যন্ত বিসিবি তার অর্থ ও স্থায়ী আমানত সংরক্ষণের দায়িত্ব ১৩টি নির্ভরযোগ্য ব্যাংকের হাতে দিয়েছে। এই সিদ্ধান্ত বিসিবির আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সহ প্রতিযোগিতামূলক মুনাফা প্রাপ্তির মাধ্যমে আয় বৃদ্ধির সুযোগ তৈরি করেছে। এর ফলে পূর্ববর্তী সময়ের তুলনায় বিসিবির স্থায়ী আমানত থেকে ২-৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত মুনাফা হয়েছে।’

‘গত ছয় মাসে বিসিবি তার বর্তমান তিনটি ব্যাংকিং অংশীদারের কাছ থেকে আনুমানিক ১২ কোটি টাকার স্পনসরশিপ পেয়েছে। এছাড়াও, অবকাঠামো উন্নয়নের জন্য বিসিবির অংশীদার ব্যাংকগুলোর পক্ষ থেকে প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে, যা এই আর্থিক সম্পর্কগুলোর দৃঢ়তা ও গভীরতা নির্দেশ করে।’

দেশের ক্রিকেটের স্বার্থে ভুল তথ্যসম্মলিত প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বিবৃতির শেষে বলা হয়েছে, ‘বিসিবি সর্বোচ্চ মানের আর্থিক ব্যবস্থা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রকৃত ও তথ্যভিত্তিক উৎস থেকে তদন্ত ও পর্যালোচনাকে স্বাগত জানায়। পাশাপাশি, বোর্ড গণমাধ্যমকে ভিত্তিহীন অথবা বাংলাদেশ ক্রিকেট ও এর সেবায় নিয়োজিত ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে, এমন কোনও ভুল তথ্যসম্মলিত প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে।’

আরআর/এসএন

সর্বশেষ


খেলাধুলা এর আরও সংবাদ

তাইজুলের ফাইফারে স্বস্তিতে বাংলাদেশ

মোহামেডানকে হারিয়ে শিরোপা জিততে চায় আবাহনী

বাবরকে আউট করে আমিরের তীব্র উল্লাস

আগুয়েরোকে ছাড়িয়ে, ইপিএলে ইতিহাস গড়লেন সালাহ

৪ বলের ব্যবধানে নাঈমের ২ উইকেট, লড়াইয়ে ফিরল বাংলাদেশ

সাফ ক্যাম্প স্থগিত, এশিয়ানে যাচ্ছেন দ্রুততম মানবী শিরিন

তৃতীয় উইকেটে রেকর্ড জুটি গড়ে চা বিরতিতে জিম্বাবুয়ে

বুমরাহকে ঘিরে রবি শাস্ত্রীর দুটি গুরুত্বপূর্ণ পরামর্শ

নাসির-তামিমার মামলায় বিব্রত আদালত, অবশেষে বদলি

পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার ভারতের

লাঞ্চের আগে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

আর্জেন্টিনার আগুয়েরোকে সরিয়ে রেকর্ডবুকের শীর্ষে সালাহ

ডেভিড বুনের বিদায়ী ম্যাচে সম্মাননা জানাল বিসিবি

প্রিমিয়ার লিগে এমন চ্যাম্পিয়ন আগে দেখেনি কেউই

আইপিএল ইতিহাসে ব্যাঙ্গালুরুর অনন্য রেকর্ড

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us