অবশেষে বিশ্বকাপ বাছাইয়ে টিটি দলের নেপালের উদ্দেশ্যে যাত্রা

আজ সন্ধ্যায় বাংলাদেশ টেবিল টেনিস দল নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হবে। ৩০-৩১ জুলাই নেপালে বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের খেলা। এই প্রতিযোগিতায় শুধু দলগত ইভেন্টই হবে।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন বিশ্বকাপ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ আসরে বাংলাদেশ টিটি দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। ফেডারেশন খেলোয়াড়দের সিলেকশনের মাধ্যমে দল চূড়ান্ত করতে চেয়েছিল। খেলোয়াড়রা র‌্যাংকিংয়ের ভিত্তিতেই খেলতে চেয়েছিল। দুই পক্ষ দুই অবস্থানে অনড় থাকায় ফেডারেশন আয়োজকদের না খেলার বিষয়টি জানায়।

বিশ্বকাপ বাছাই বাংলাদেশের টেবিল টেনিসের জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। খেলোয়াড়-ফেডারেশনের ‘র‌্যাংকিং-সিলেকশন’ দ্বন্দ্বে দল না পাঠানোর সিদ্ধান্তে গণমাধ্যম ও ক্রীড়াঙ্গনে সমালোচনা হয়। ক্রীড়া প্রশাসনেরও বিষয়টি দৃষ্টি আকর্ষণ হয়েছিল। উদ্ভুত পরিস্থিতিতে ফেডারেশন জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত পরিবর্তন করে। আসন্ন টুর্নামেন্টের জন্য র‌্যাংকিংয়ের ভিত্তিতেই দল পাঠানোর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত সময়ের পর হলেও অনেক দেন-দরবার করে কয়েক দিন আগে এন্ট্রি নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

পুরুষ দলে রয়েছেন রামহিম লিয়ান বম, হৃদয়, জাভেদ আহমেদ ও ইমন। নারী দলে সোনাম সুলতানা সোমা, মৌ, খৈ খৈ ও ঐশী। এই দলের কোচ সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদ। বাংলাদেশ দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় জাভেদ আহমেদ বলেন,‘অবশেষে আমরা খেলতে যাচ্ছি এটা ইতিবাচক খবর। পাঁচ-ছয় দিন আগে আমরা জানতে পারি খেলব। স্বল্প সময়ের মধ্যেই মানসিকভাবে নিজেদের প্রস্তুত করেছি। অনুশীলন ও প্রস্তুতির তীব্রতা যতটুকু সম্ভব বাড়িয়েছি। ’ পুরুষ টিটি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রামহিম। তিনি বলেন,‘বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও অনুশীলন দু’টো এক সঙ্গে চালাতে হয়েছে। এতে আমার প্রস্তুতি প্রত্যাশিত মানের হয়নি এরপরও আশাবাদী ভালো কিছু করার।’

নেপালে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ভারত, নেপাল , শ্রীলঙ্কা, মালদ্বীপের অংশ নেওয়ার কথা। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল আগামী বছর ইংল্যান্ডে বিশ্বকাপ টিটিতে খেলার সুযোগ পাবে। ভারত স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়নের দাবিদার। বাংলাদেশ টেবিল টেনিস খেলোয়াড় ও ফেডারেশনের হিসেবে ভারত এশিয়ান র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় সরাসরি খেলার সুযোগ পাবে সেক্ষেত্রে এই টুর্নামেন্টে রানার্স-আপ হলে বাংলাদেশেরও বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে। বাংলাদেশ সেই লক্ষ্যেই মূলত যাচ্ছে।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
গ্রেপ্তার বৈষম্যবিরোধী নেতাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধানে বাধা নেই: দুদক Jul 28, 2025
img
এক বছরে রেকর্ড ৪ বিলিয়ন ডলার ঋণ শোধ সরকারের Jul 28, 2025
img
ফ্র্যাঞ্চাইজি সিনেমায় অজয়ের দাপট Jul 28, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বিএনপি-জামায়াত: ড. আলী রীয়াজ Jul 28, 2025
img
পুষ্পা বনাম কুলি, বক্স অফিসে মহাযুদ্ধ Jul 28, 2025
img
অবশেষে জুলাই সনদের খসড়া প্রকাশ Jul 28, 2025
img
সপ্তাহজুড়ে প্রেক্ষাগৃহে তারার মেলা, মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত অনেক ছবি Jul 28, 2025
img
শহীদদের রক্তের ওপর দিয়ে ওয়াকআউট করতে পারেন না, বিএনপিকে নাসির Jul 28, 2025
img
দুই দশকের সাফল্যে উজ্জ্বল ধানুশের জন্মদিন Jul 28, 2025
img
আলো ঝলমলে জীবনের আড়ালে নিঃসঙ্গ সালমান Jul 28, 2025
img
ইন্ডিয়ান টু ফ্লপ হওয়ার পরে ইন্ডিয়ান থ্রি নিয়ে কাজ করবে পরিচালক Jul 28, 2025
‘লুৎফুজ্জামান বাবর হেয় প্রতিপন্ন করে কথা বলা গ্রহণযোগ্য নয়’ Jul 28, 2025
img
সংসদকে দুই ভাগ করে ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে : নাহিদ Jul 28, 2025
img
ধানুশ ও জি. ভি. প্রকাশের সুরের জুটি আবার ফিরছে Jul 28, 2025
img
দুলকারের জন্মদিনে কল্যাণীর আবেগঘন শুভেচ্ছা Jul 28, 2025
img
নাগা চৈতন্যের ২৫তম সিনেমায় বয়াপতির চমক Jul 28, 2025
img
সঞ্জয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি, সাবেক স্ত্রী কারিশমার বিস্ফোরক মন্তব্য Jul 28, 2025
img
ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা ইউনুস আটক Jul 28, 2025
img
মালায়ালাম সিনেমায় প্রথম নারী সুপারহিরো ‘চন্দ্রা’ Jul 28, 2025
img
‘আপনাদের সহানুভূতি নয়, কাজ চাই’—শিখা খানের আবেদন Jul 28, 2025